আপডেট : ১৩ May ২০১৮
শুক্রবার বৃষ্টির কবলে পড়ে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটির প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। তবে আইরিশদের এই অভিষেক টেস্ট ম্যাচ গতকাল শনিবার শুরু হয়েছে। টসে হেরে পাকিস্তান ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেটে ৭১ রান করে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ তাদের অভিষেক টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। এর প্রায় দীর্ঘ সাড়ে ১৭ বছর পর আবার আয়ারল্যান্ড অভিষেক টেস্ট খেলতে নামল। ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৩ রানে তাদের প্রথম উইকেট হারায়। আজহার আলী আইরিশ বোলার র্যানকিনের বলে পোর্টারফিল্ডের হাতে ধরা পড়েন। তিনি মাত্র ৪ রান করেন। একই রানের সময় পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭ রান তুলেই বিদায় নেন ইমাম উল হক। তিনি মুরটাঘের বলে এলবিডব্লিউ হন। এরপর থম্পসনের বলে পোর্টারফিল্ডের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন হারিস সোহেল। তিনি ৩১ রান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১