আপডেট : ১৩ May ২০১৮
দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কৃষির উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আগে কৃষি বলতে শুধু ধান উৎপাদনকে বুঝাত, তা পরিবর্তিত হয়েছে। এখন কৃষির ক্ষেত্র বিশাল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক জ্ঞানের সঠিক প্রয়োগের ফলে এটি সম্ভব হয়েছে। শনিবার চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, ২০২১ সালের মধ্যে তা বাস্তবায়নে টেকসই খাদ্য ব্যবস্থার বিকল্প নেই। তাই সরকার ফিশারিজ ও সমুদ্রসম্পদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য চট্টগ্রামে দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে। যেখানে গবেষণা ও দক্ষ জনবলের মাধ্যমে দেশে ব্লু-ইকোনমি বাস্তবায়ন সহজ হবে। দেশে মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশে দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন নতুন গবেষণায় সিভাসু ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে সিভাসু ক্যাম্পাসে দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৩০০ বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, এনজিওকর্মী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভারতের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সেসের উপাচার্য প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, ওয়ান হেলথ বাংলাদেশের কো-অর্ডিনেটর ও সিভাসুর সাবেক উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, দক্ষিণ কোরিয়ার পোকইয়ং ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ইয়ং কি হং, সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আজ রোববার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১