বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৮

লাক্স সুন্দরী মানতাসা


জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৮। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত পর্ব। এবারের আসরে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৮’ নির্বাচিত হয়েছেন মীম মানতাসা।

পাবনার মেয়ে মীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। প্রতিযোগিতার সুপারস্টার নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন— পাঁচ লাখ টাকা আর একটি নতুন গাড়ি। অন্যদিকে, প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি। তিনি পেয়েছেন চার লাখ টাকা। দ্বিতীয় রানার আপ সামিয়া অথই পেয়েছেন তিন লাখ টাকা। ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তাদের হাতে পুরস্কার তুলে দেন।

জানা গেছে, এ বছর জানুয়ারিতে শুরু হয়েছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার নবম আসর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০ হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা পাঁচে অবস্থান নিয়েছিলেন তারা। সেরা পাঁচ থেকে নির্বাচিত হয়েছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবারের আসরের বিচারকের চেয়ারে ছিলেন— তাহসান খান, সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ। তাদের সঙ্গে চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেতা আলী যাকের এবং অভিনেত্রী ঈশিতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১