আপডেট : ১২ May ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা দুই ব্যক্তির হাতে চলে গেছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই স্যাটেলাইট আগে ঘুরে আসুক, তারপর কিছু বলবো। শনিবার জাতীয় প্রেসক্লাবে ড্যাব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে স্যাটেলাইট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ফখরুল হাসির ছলে বলেন, এখন নয়। স্যাটেলাইট আগে ঘুরুক। সেটা আগে ঘুরে আসুক। তারপর কিছু বলবো। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে অর্থনৈতিক উন্নতির সূচনা হয়েছে। খালেদা জিয়ার আমলেই এদেশ মধ্য আয়ের পথে হাঁটে। ব্যাংক ব্যবস্থা উন্নত হয়। অথচ মহাকাশে স্যাটেলাইটসহ সবকিছু নাকি তারাই করেছে। সবকিছু নাকি তাদেরই অবদান। তিনি বলেন, মহাকাশে স্যালেটলাইট, অথচ দেশে মানুষ মৌলিক অধিকার পাচ্ছে না। এই যে স্যাটেলাইট তার মালিকানাও চলে গেছে দুজনের হাতে। বিএনপি ২০৩০ ভিশনে অঙ্গীকার করেছে দেশের অগ্রগতির জন্য সবকিছুই করবে। ফখরুল আরো বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি ৩৪ বছর পূর্ণ হয়েছে। তার মতো এরকম ত্যাগী রাজনীতিবিদ আর নেই। তিনি স্বামী, বাস্তভিটা, সন্তান সবই হারিয়েছেন। তারপরও তিনি মানুষের অধিকার আদায়ে এই ৭৩ বছর বয়সে তিনি কারাগারে! সরকারকে উদ্দেশ্যে করে ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিন। নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করুন। নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন করুন। তাহলেই দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে। ফখরুল এসময় মালয়েশিয়ার নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিয়ে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানান। বলেন, জাতীয় ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। গোটা মানুষকে এক করতে হবে। ধর্ম বর্ণ সকলকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ দানবকে সরাতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১