আপডেট : ১২ May ২০১৮
অতিরিক্ত কাজের চাপে নারীদের হূেরাগের ঝুঁকি বাড়ে বলে সতর্ক করেছেন গবেষকরা। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিনের ওপর একটি গবেষণায় এ তথ্য পেয়েছেন ডেনমার্কের চিকিৎসা গবেষকরা। সে দেশের গোস্ট্রাপ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মন্তব্য, ৫০ বছরের কম বয়সীদের ওপর কাজের চাপ বেশি বলেই এমনটা ঘটেছে। এ ব্যাপারে নারীদের বয়সের একটা শ্রেণিবিভাগও করে দিয়েছেন তারা। ৫০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে কাজের চাপে হূেরাগের ঝুঁকি পঞ্চাশোর্ধ্বদের চেয়ে বেশি। ৫০ বছরের কমবয়সী ১২ হাজার নার্সের ওপর গবেষণা জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষকরা ১৯৯৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৫ বছর নিয়মিতভাবে ৪৫ থেকে ৬৪ বছর বয়সী ১২ হাজার নার্সের ওপর গবেষণা জরিপটি চালান। তাদের প্রতি অন্যতম প্রশ্ন ছিল, কাজে চাপ বোধ করেন কি না? এর মধ্যে ৫৮০ জন নার্সকে হূেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখেন তারা। ৩৬৯ জনের অ্যানজিনা হয়েছিল এবং ১৩৮ জনের হার্ট অ্যাটাক হয়েছিল। গবেষকরা এদের মধ্যে ধূমপান ও ডায়াবেটিস প্রভৃতি হূেরাগের ঝুঁকিপূর্ণ উপসর্গ বাদ দিয়ে ৩৫ শতাংশ রোগীকে শনাক্ত করেন, যারা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপে ভোগেন। যারা কাজ উপভোগ করতে পেরেছেন, তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা এদের চেয়ে অনেক কম বলে উল্লেখ করা হয়েছে। (তথ্য : মেডিকেল ইনফো)
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১