বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০১৮

সম্মেলনস্থলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া


ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলের নেতাকর্মী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি ফকির রাসেলের অনুসারীদের সঙ্গে জাবি ছাত্রলীগের একটি গ্রুপের কথা কাটাকাটি হয়। পরে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে ঢাবির আরো কয়েকটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাঁশ দিয়ে জাবি নেতাকর্মীদের ধাওয়া ও মারধর করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের অনেকেই ছোটাছুটি শুরু করেন। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের প্রাচীর টপকে রাস্তায় বের হয়ে আসেন আতঙ্কিতরা।

বিকাল সোয়া ৪টায় সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। পরে শেখ হাসিনাকে ব্যাজ পরিয়ে দেন সংগঠনের সহসভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশিতা ইকবাল নদী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১