বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০১৮

বৈরী আবহাওয়ায়ও ‍দুই মেয়রপ্রার্থী গণসংযোগ

গণসংযোগ ছবি : সংগৃহীত


ঝড়-বৃষ্টি, গরম, প্রচণ্ড রোদ উপেক্ষা করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  বৃহস্পতিবার টিপ টিপ বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা গণসংযোগ করেন।

তালুকদার আবদুল খালেক গণসংযোগকালে খুলনাকে একটি সুন্দর, আধুনিক এবং জলাবদ্ধতা-যানজটমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সমর্থন চেয়েছেন। নিজেকে একজন সৎ, সাহসী, নির্লোভ নিষ্ঠাবান ব্যক্তি দাবি করে খালেক বলেন, ‘মাদকের দাপট, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি।’ নগরীর প্রাণকেন্দ্রে নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ কথা বলেন।

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তালুকদার খালেক আরো বলেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত একটি সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে দলমত নির্বিশেষে সমাজের অভিজ্ঞ ও বিশিষ্টজনদের পরামর্শ গ্রহণ করা হবে। কাজের গুণগত মান বজায় রাখতে আমি নিজেই বরাবরের মতো সরেজমিন উপস্থিত থাকব।’

তিনি নগরীর বাংলাদেশ ব্যাংক থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর শিশু হাসপাতাল, জেলা প্রশাসন, জেলা পরিষদ, আইনজীবী সমিতি, রেজিস্ট্রি অফিস, টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকাগুলোয় গণসংযোগ করেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে মেয়র প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জাসদের মহানগর সভাপতি ও ১৪ দল নেতা রফিকুল হক খোকন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আবু শাহীন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, বাংলাদেশ ব্যাংক সিবিএ সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সোনালী ব্যাংক সিবিএ’র ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বাবুল, অগ্রণী ব্যাংক সিবিএ’র কার্যকরী সভাপতি কাজী আবদুল ওহাব, আতিয়ার রহমান মোল্লা, টিঅ্যান্ডটি সিবিএ’র সাধারণ সম্পাদক শরীফ মোর্তজা আলী, কৃষি ব্যাংক সিবিএ নেতা আ. রহিম খান, শ্রমিক লীগের নগর সভাপতি আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ।

অপরদিকে বিএনপি মনোনীত ও ২০-দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৩০ নম্বর ওয়ার্ড এলাকার খানজাহান আলী রোডের কলেজিয়েট স্কুল থেকে গণসংযোগ শুরু করেন। ক্রমান্বয়ে দারোগাপাড়া, গ্যাদনপাড়া হয়ে জোড়াকল বাজারে ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

মঞ্জু এরপর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে পুনরায় গণসংযোগে নামেন। টিপ টিপ বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মাঝেও ২০ দল  ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি বিএনপি অফিস, থানার মোড়, কেসিসি, খুলনা জেনারেল হাসপাতাল হয়ে কালীবাড়ি ঘাট পর্যন্ত চলে গণসংযোগ ও লিফলেট বিতরণ। অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনের চালক-যাত্রী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।

গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসি নির্বাচনে ধানের শীষের পক্ষে জনতার ব্যালট অভ্যুত্থান ঘটবে। শাসক দল এ তথ্য জানে। এটা তাদের জন্য আতঙ্কের কারণ। তারা চায় ধানের শীষের কর্মীদের গণগ্রেফতার করে, মামলা দিয়ে হয়রানি করে, বাড়ি বাড়ি তল্লাশির নামে আতঙ্ক ছড়িয়ে, আওয়ামী ক্যাডার দিয়ে মারপিট করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে। এ সময় ‘চলমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনতে হবে’ উল্লেখ করে মঞ্জু বলেন, জনতার রায়ে মেয়র নির্বাচিত হলে নগরবাসীর আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিতে কলেজিয়েট স্কুলের মতো আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব।

গণসংযোগে মঞ্জুর সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় পার্টির (জাফর) মহানগর সভাপতি মোস্তফা কামাল, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, অ্যাডভোকেট বজলুর রহমান, বিজেপির নগর সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, মুসলিম লীগের নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন, জামায়াতের মহানগর সহকারী সক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১