আপডেট : ১১ May ২০১৮
গ্রীষ্মকাল ও আসন্ন রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। বৃহস্পতিবার সকালে রুয়েটের জনসংযোগ দফতরের উপপরিচালক জিএম মর্তুজা ছুটি ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন। ঘোষণা অনুযায়ী ১০ থেকে ১৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে। এদিকে পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হবে আগামী ১৯ মে। তবে এ ছুটিতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী একাডেমিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। রমজানের ছুটির সময় সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনিক ও দাফতরিক কার্যক্রম চলবে। ছুটি শেষে ২৩ জুন থেকে পুনরায় যথারীতি চলবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১