বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০১৮

চাঁদাবাজি সিন্ডিকেটে বাড়ছে নিত্যপণ্যের দাম

সিন্ডিকেটে বাড়ছে নিত্যপণ্যের দাম সংরক্ষিত ছবি


চাঁদাবাজি ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন- চিনি, পেঁয়াজ, তেল, খেজুর, ছোলা, ডালসহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা সবাই বলছেন এবার মজুত পর্যাপ্ত আছে। দাম বাড়ার সম্ভাবনা নেই। তাহলে হঠাৎ করে চিনি, পেঁয়াজের দাম কেন বাড়ছে। এর মূল কারণ সিন্ডিকেট।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম কঙ্কট তৈরি করে বাজারকে অস্থির করছে। যানজট, জাহাজজট, চঁদািবাজিসহ নানা অব্যবস্থাপনার কারণেও  এসব পণ্যের দাম বাড়ছে।

গোলাম রহমান বলেন, সপ্তাহে বেশ কিছুদিন সরকারি ছুটি ছিল। তারা এ ছুটির অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়েছে। কিন্তু চিনির দাম বাড়াচ্ছে পুরো সিন্ডিকেট করে। একটি পণ্য ১ টাকা, ২ টাকা বাড়তে পারে, কিন্তু এক-দুই দিনের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বাড়া অস্বাভাবিক।

দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ব্যবসা এখন ব্যবসায়ীরা করছে না। এটা রাজনৈতিক দলের কাছে চলে গেছে। ফলে সব ক্ষেত্রে চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে। আগে একটি দোকানের জন্য ভাড়া দিতে হতো ৩০০ থেকে ৩৫০ টাকা। এখন ৩০ হাজার টাকার বেশি ভাড়া দিতে হচ্ছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপরে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খন্দকার মো. রুহুল আমিনসহ অন্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১