আপডেট : ১১ May ২০১৮
সিরিয়ায় ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনীর হামলায় সিরিয়ার তিন সেনাসদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আলজাজিরা। এর আগে গোলান মালভূমিতে ইসরাইলের সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই ইসরাইল এই হামলা চালিয়েছে। ইসরাইলি সেনা মুখপাত্র জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী সিরিয়ায় ইরানের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের গোয়েন্দা দফতর, অবকাঠামো এবং অস্ত্র-গুদাম হামলার অন্যতম লক্ষ্যস্থল ছিল বলেও তিনি জানান। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়া সানার রিপোর্টে বলা হয়, ইসরাইলি হামলায় দেশটির একটি রাডার স্থাপনা ধ্বংস হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার সিরিয়া থেকে ইরানের সেনাবাহিনী গোলান মালভূমিতে ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে বিশের অধিক রকেট হামলা চালায়। কিছু রকেট আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। ইরান এখন পর্যন্ত ইসরাইলের হামলার জবাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু তারা স্বীকার করেছে যে, এবারই প্রথমবারের মতো তারা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। দুই দেশের মধ্যকার ক্ষেপণাস্ত্র বিনিময়ে সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়া যুদ্ধের অন্যতম অংশীদার রাশিয়াও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে। ইসরাইল ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ৬০টি এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দাবি রাশিয়ার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১