আপডেট : ১১ May ২০১৮
কর ফাঁকির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বুধবার দেশটির ‘সেন্ট্রাল প্রসিকিউটর’স অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই অভিযোগের বিষয়টি জানায়। জানা যায়, এলজির একটি শাখা প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার স্থানান্তর প্রক্রিয়ায় ৯২.৫ লাখ মার্কিন ডলার কর ফাঁকির অভিযোগ পাওয়া যেতে পারে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। তল্লাশিতে আসা আইনজীবীদের সহায়তা করা হবে বলে জানিয়ে এলজি গ্রুপের এক মুখপাত্র বলেন, শেয়ারধারীরা বাজারে শেয়ার বিক্রির পর তারা যে পরিমাণ কর দিয়েছেন আর যে পরিমাণ কর দিতে হতো এ নিয়ে ভিন্ন মত থাকায় এমন অভিযোগ এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১