বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০১৮

আজ ‘ভালোবাসার চাদর’


পারিবারিক চাপে এক প্রকার বিয়ে করতে বাধ্য হয় শিহাব আর শান্তা। একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করে শিহাব। অফিসের বস রায়হান সাহেব শুরু থেকেই পছন্দ করেন শিহাবকে। শান্তা তারই মেয়ে। তার পক্ষ থেকে যখন প্রস্তাবটা আসে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় থাকে না। অন্যদিকে শান্তা খুবই আধুনিক, উচ্চাভিলাষী এবং একরোখা টাইপের মেয়ে। বাবার পছন্দে শিহাবকে বিয়ে করলেও সে আসলে এখনই বিয়ে করতে চায়নি। শিহাবকে তার সেরকম স্মার্ট বা আধুনিক মনে হয়নি। পছন্দও হয়নি। তাই বাসর রাতেই স্বামীকে স্পষ্ট জানিয়ে দেয়, ওর পক্ষে শিহাবের সঙ্গে সংসার করা সম্ভব নয়। শিহাব যেন ওকে ডিভোর্স দিয়ে দেয়। এর পর শুরু হয় দুজনের সঙ্গে দুজনের শত্রুতা।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার চাদর’। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন নোমান খান। এতে অভিনয় করেছেন রিয়াজ, ভাবনা, হাসান ইমাম প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১