আপডেট : ১০ May ২০১৮
বাধা কাটলো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের। শেষ পর্যন্ত এই নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, ২৮ জুনের মধ্যে এই নির্বাচনের ভোটগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। এর আগে সকালে শুনানি হয়। এতে নির্বাচন কমিশন, বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। এর আগে ৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছিলেন। শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। নির্বাচন কমিশনের পক্ষে তৌহিদুল ইসলাম আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১