বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০১৮

দামেস্কে ইসরাইলি হামলা নিহত ৯


সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কিশওয়া অঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ইসরাইল দামেস্কের কাছে একটি লক্ষ্যস্থলে হামলা চালায়। সিরিয়ার বিমানবাহিনী দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করেছে।  তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক আঞ্চলিক জোটের এক কমান্ডার জানিয়েছেন, ইসরাইলি বিমানবাহিনী কিসবেহে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, এসব বিদেশি প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো কথা বলি না।

অন্যদিকে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, হামলায় সরকার সমর্থক  বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই এলাকায় ব্যাপক গোলযোগের শব্দ শোনা যায়। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক দল দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক গুদামকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়। এতে ইরান রেভ্যুলুশনারি গার্ড ও শিয়া রক্ষীবাহিনীর সদস্যরা নিহত হন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১