আপডেট : ০৯ May ২০১৮
২০১৭ সালের জন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৫ কৃতী শিক্ষার্থীকে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হবে। মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতী শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক প্রদান করবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে এ পদক প্রদান অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশি মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ দিতে ২০০৫ সালে এ পদক প্রবর্তন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১