আপডেট : ০৯ May ২০১৮
আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির পিপিএম। মঙ্গলবার প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা মহানগরীতে আজ বুধবার থেকে ১৭ মে পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না। নাগরিকদের বৈধ অস্ত্রও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- ১৩ মে রাত ১২টা থেকে ১৬ মে সকাল ৬টা পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। নির্বাচনের আগের ৩২ ঘণ্টা, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং এদিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা মহানগরী এলাকায় জনসভা ও মিছিল করা যাবে না। যারা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা নন, তাদেরকে ১২ মে রাত ১২টার আগে সিটি করপোরেশন এলাকা ত্যাগ করতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১