বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০১৮

আবারো চীনে গোপন সফরে কিম


উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উন আবারো গোপন সফরে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। গত সোম-মঙ্গলবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দালিয়ানে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এ নিয়ে দ্বিতীয়বার চীন সফর করলেন কিম জং উন।

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে বলা হয়, দালিয়ান শহরের বিমানবন্দরে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বহনকারী একটি বিমান দেখা গেছে। ওই একই বিমানবন্দরে শি জিনপিংকে বহনকারী বিমানও দেখা যায়। চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়া কিমের সফর নিশ্চিত করলেও দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি। জানা যায়, আগামী জুনে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

এর আগে গত মার্চে সস্ত্রীক প্রথমবারের মতো চীন সফরে যান কিম জং উন। ওই বৈঠক পরবর্তী সময়ে ধরণা করা হয়েছিল কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু দুই কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক বৈঠকে চীনের কোনো ভূমিকা দেখা যায়নি। হঠাৎ করেই উত্তর কোরীয় নেতার চীন সফরে উদ্বেগ প্রকাশ করেছে জাপান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১