বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০১৮

উড়োজাহাজের অভ্যন্তরীণ ভাড়ার নীতিমালা প্রণয়ন নিয়ে রুল

অভ্যন্তরীণ বিমান চলাচল সংরক্ষিত ছবি


উড়োজাহাজের অভ্যন্তরীণ চলাচলে ভাড়া নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নে নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিমান সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষ, ইউএস-বাংলা এয়ারলাইনসসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম শামীম রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

রিটে বলা হয়, দেশের অভ্যন্তরীণ চলাচলে একেক উড়োজাহাজ কোম্পানি একেক ধরনের ভাড়া নির্ধারণ করে। টিকেট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি রয়েছে। রিটে অভ্যন্তরীণ রুটে সরকারি-বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব ধরনের চার্জের জন্য নীতিমালা প্রণয়নের আরজি জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১