বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০১৮

খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে শুনানি চলছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত এবং কারাগারে অন্তরীন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে।  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চে রয়েছেন আরো চার সদস্য।  জামিন বিষয়ে শুনানি শুরু হয় মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে ।

শুনানির শুরুতেই দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বক্তব্য উপস্থাপন করেন। খালেদা জিয়ার জামিনের বিপক্ষে যুক্তি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও আদালতে উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আছেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে রাখা হয়েছে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যাক্ত কারাগারে।

নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল চলমান থাকা অবস্থায় ৭৩ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন জামিন পাবেন কি না- তা নির্ভর করছে এই শুনানি এবং আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১