আপডেট : ০৭ May ২০১৮
জামালপুর প্রতিনিধি বিতর্কিত দুজনকে গুণিজন সন্মাননা দেওয়ায় শিল্পকলা গুণিজন সন্মাননা-২০১৭ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। শনিবার রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠান বর্জন করে জেলার অধিকাংশ শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা। কণ্ঠসঙ্গীতে অজন্তা রহমান, নাট্যকলায় আবুল মুনসুর খান দুলাল, নৃত্যকলায় হাবিবুর রহমান জাহাঙ্গীর, যন্ত্রসঙ্গীতে ফজলুল করিম ও আবৃত্তিতে তরিকুল ফেরদৌসকে সন্মাননা দেওয়া হয়। আবৃত্তিতে তরিকুল ফেরদৌস ও নাট্যকলায় আবুল মনসুর খান দুলালকে গুণিজন সন্মানা দেওয়া নিয়ে সাংস্কৃতিককর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সিংহভাগ সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সাংস্কৃতিককর্মীরা অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে গুণিজন সন্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়া প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এবং আয়োজকরা। টিআইবি সদস্য শিক্ষক সাজ্জাদ হোসাইন বলেন, আবৃত্তি ও উপস্থাপনা একধরনের শিল্প। আবৃত্তিতে যোগ্য, প্রাজ্ঞ ও যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে, তাদের হাতে আবৃত্তিতে গুণিজন নির্বাচনে বিচারকের দায়িত্ব দেওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলার নাট্য ও সাংস্কৃতিককর্মীরা বলেন, দেবজ্যোতি সেন শর্মাসহ অনেক গুণী আবৃত্তিকার থাকা সত্ত্বেও কালচারাল অফিসারের খাতিরের লোক হওয়ায় তরিকুল ফেরদৌসকে সন্মাননা পাইয়ে দিয়েছে। নাট্যকলাতেও একই ঘটনা ঘটেছে। সন্মাননা বাছাইয়ে অর্থ ও তদ্বিরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা। এ ব্যাপারে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আমার একক সিদ্ধান্তে গুণিজন সন্মাননা বাছাই হয়নি। গুণিজন সন্মাননা বাছাইয়ে কমিটি করা হয়েছিল। কমিটির সিদ্ধান্তে সব হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১