আপডেট : ০৬ May ২০১৮
বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ‘আটক’ করে টঙ্গি থানায় নেওয়া হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় এক সংবাদ সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নোমান। ওই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই নোমানকে পুলিশ তার গাড়ি থেকে আটক করে বলে দাবি করেছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। তিনি বলেন, সংবাদ সম্মেলন শেষে হাসান সরকারের বাসা ত্যাগ করে নোমান ঢাকার উদ্দেশ্যে রওনা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। মিলন আরো বলেন, নোমানকে হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌরসভার হাউসপুর এলাকায় হাসান সরকারের বাড়ি ঘেরাও করে রাখে। সেখানে হাসান সরকারসহ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন ও তিনি (মিলন) নিজেও অবস্থান করছেন। সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে টঙ্গী থানায় ফোন করা হলে দায়িত্বরত কর্মকর্তা এএসআই তানিয়া আখতার বলেন, নোমানসহ ১৩ জনকে থানায় আনা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১