বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৮

গত ছরের তুলনায় বিক্রি কম

ট্যাবলেট বাজারে শীর্ষে অ্যাপল


২০১৭ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি বছরের ট্যাবলেট বাজারে বিক্রি কমেছে। তবে এই মন্দের ভালোর বাজারে শীর্ষ স্থানে আছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। একই সঙ্গে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবং তৃতীয় অবস্থানে আছে চীনের প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান  হুয়াওয়ে। এ ছাড়া শীর্ষ তালিকায় আছে আরেক মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট।

শুক্রবার ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ওয়েবসাইটে সংস্থাটির বাজার বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে অনুযায়ী, চলতি বছরে প্রথম প্রান্তিকে ট্যাবলেট বাজারে সব প্রতিষ্ঠানের মোট ট্যাবলেট বিক্রি হয়েছে ৩.১৭ কোটি যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৭ শতাংশ কম।

আইডিসি প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ৯১ লাখ আইপ্যাড ও ১৮ লাখ আইপ্যাড প্রো বিক্রি করে ট্যাবলেট বাজারের ২৮.৮ শতাংশ দখল নিয়ে শীর্ষস্থানে উঠেছে অ্যাপল। পাশাপাশি আগের বছরের চেয়ে ১১.৪ শতাংশ বিক্রি কমলেও ট্যাবলেট বাজারের ১৬.৭ শতাংশ দখল করে আছে আইডিসির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিষ্ঠান স্যামসাংয়ের। 

এ ছাড়া ২০১৭ সালেও ভালো পরিমাণে বিক্রি করে ট্যাবলেট বাজারে ধীরে ধীরে উঠে আসছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৩ শতাংশ ট্যাবলেট বিক্রি বেড়েছে হুয়াওয়ের। ট্যাবলেট বাজারের দুই শতাংশের বেশি দখল করে তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ট্যাবলেট ট্র্যাকারের তথ্যানুসারে প্রথম প্রান্তিকে প্রচলিত ধরনের ট্যাবলেট বিক্রি হয়েছে ২.৬৮ কোটি, যা এক বছর আগের চেয়ে ১৩.৯ শতাংশ কম। এদিকে প্রথম প্রান্তিকে মাইক্রোসফট সারফেইস এবং আইপ্যাড প্রো’র মতো ‘ডিটাচঅ্যাবল’ ট্যাবলেটের বিক্রি এক বছরে বেড়েছে ২.৯ শতাংশ। নতুন মডেল আসায় এই ট্যাবলেটগুলো দখল করেছে বাজারের ১৫.৩ শতাংশ।

   


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১