বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৮

‘দেশকে রাহুমুক্ত করতে হবে’

ড. বদিউল আলম মজুমদার সংরক্ষিত ছবি


দেশকে রাহুমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এ বদিউল আলম মজুমদারের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, প্রিয় দেশটাকে রাহুমুক্ত করতে আমি মানুষের অধিকার আদায়ে কাজ করব। দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) প্রতিষ্ঠা করেছি। সুজন এখানে আশার আলো দেখাচ্ছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। ১৯৯৩ সালে তিনি এই সংস্থায় যোগ দেন। গত দুই দশক ধরে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ মানুষের সঙ্গে উন্নয়নের কাজে প্রত্যক্ষভাবে জড়িত। ২০০৩ সালে তিনি গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সংস্থায় ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয় এবং ২৫টি প্রদীপ জ্বালানো হয়।

হাঙ্গার প্রজেক্ট সম্পর্কে তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমি গত ২৫ বছর পথ চলেছি, আপনারা আমাকে যে ভালোবাসা জানিয়েছেন তাতে আমি আপ্লুত। সারা দেশে ২ লাখ ৭৫ হাজার স্বেচ্ছাসেবী তৈরি করেছি আমরা। তাদের মধ্যে অনেকে নারী নেত্রী হয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার সুজান মোয়ো ফিন্ড। বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাব্রতী তামিজা হোসেন মজুমদার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১