আপডেট : ০৬ May ২০১৮
টেবিলের ওপর সারি সারি সাজানো। দক্ষ হাতে যত্ন করে সেই সাজিয়ে রাখা বস্তুটিকে আকার দেওয়ার চেষ্টা চলছে। কীসের আকার? ‘মুখ’। না বলা ভালো মুখোশ। কাদের? মেসি, রোনালদো, নেইমারদের! বিশ্বকাপের প্রস্তুতি। এগিয়ে আসছে দিন। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়ছে প্রিয় ফুটবলারের মুখোশ সংগ্রহে রাখার। আর সেই দায়িত্বটা নিয়ে ফেলেছে মেক্সিকোর জিউটিপেক শহরে ‘গ্রুপো রেভ ফ্যাক্টরি’। অর্ডার আসছে প্রায় প্রতিদিন। মেক্সিকোর সমর্থকরা বরাবরই গ্যালারিতে রঙ ছড়াতে ভালোবাসেন। সবার কথা ভেবেই আমরা এই মুখোশ তৈরি করছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, মেসি আর রোনালদোর মুখোশের চাহিদা বেশি।’ শুধু মেসি, রোনালদোরাই নন, নতুন-পুরনো মিলিয়ে মোট ১২ জন জনপ্রিয় ফুটবলারের মুখোশ তৈরি হচ্ছে এই কারখানায়। পেলে, ম্যারাডোনা, জিদান যেমন আছেন তালিকায়, তেমনই আছেন ইব্রাহিমোভিচ, লুইস সুয়ারেজ এবং ফ্রাঙ্ক রিবেরিরা। কোম্পানির এক উচ্চপদস্থ কর্তার কথায়, ‘বিশ্বকাপ দেখতে রাশিয়া যাবেন, তাই আগে থেকে প্রিয় তারকার মুখোশ সংগ্রহ করতে চাইছেন অনেক অনুরাগী। এক-একটি মুখোশের দাম পড়বে ১৩ ডলার। প্রাথমিকভাবে মেসি ও রোনালদোর এক হাজার করে মুখোশ তৈরি করা হয়েছিল। যা ইতোমধ্যে প্রায় সবই বিক্রি হয়ে গেছে। অন্য ফুটবলারদের ২০০ থেকে ২৫০ করে মুখোশ তৈরি হচ্ছে। এই মুখোশগুলো তৈরির সময় প্রথমে মাটির একটা ছাঁচ তৈরি করা হচ্ছে। তারপর প্লাস্টার অফ প্যারিসে। শেষে রবারের মুখোশ তৈরি হচ্ছে মেশিনে। মেক্সিকোর বাজারের কথা ভেবেই তৈরি করা হচ্ছে এই মুখোশ। তবে স্পেন, ফ্রান্স, সুইডেন, আমেরিকা থেকেও মুখোশের অর্ডার পেয়েছে ‘গ্রুপো রেভ ফ্যাক্টরি’। বিশ্বকাপ জ্বর সত্যি সত্যিই বাড়ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১