বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৮

এভাবে বিদায় চাইনি : ওয়েঙ্গার


তার স্বপ্ন ছিল ইউরোপা কাপ চ্যাম্পিয়ন হয়ে আর্সেনাল থেকে বিদায় স্মরণীয় করে রাখা। কিন্তু বৃহস্পতিবার রাতে আর্সেন ওয়েঙ্গারের স্বপ্নভঙ্গ করে দিলেন দিয়েগো কস্তা।

আর্সেনালে ২২ বছরের কোচিং জীবনে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন। সাতবার এফএ কাপে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ কখনো জিততে পারেননি। তাই এই মৌসুমে ইউরোপা লিগ জিততে মরিয়া ছিলেন কিংবদন্তি ফরাসি ম্যানেজার। কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হেরে তার সব আশা শেষ হয়ে গেল।

ম্যাচের পর ওয়েঙ্গার বলেছেন, ‘আমি প্রচণ্ড হতাশ। ১৮০ মিনিট খেলার পরে কোনো টুর্নামেন্ট থেকে যদি ছিটকে যেতে হয়, তাহলে সেটা মেনে নেওয়া কঠিন। এভাবে আসর থেকে বিদায় নিতে চাইনি। আমার মনে হয় ক্লাবের উচিত এখন থেকেই আগামী মৌসুম নিয়ে ভাবনা-চিন্তা করা।’

ইউরোপা লিগ সেমিফাইনালে হারের যন্ত্রণা নিয়ে অবশ্য ভাবছেন না ওয়েঙ্গার। এমনকি নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও ভাবতে চান না তিনি। বলেছেন, ‘এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো জায়গায় নেই। এই ধাক্কা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। এভাবে আর্সেনাল ছাড়তে আমি চাইনি।’ তিনি যোগ করেছেন, ‘ফুটবল যেমন সুন্দর, তেমন নির্মমও। প্রথম পর্বে আমরা ১-০ এগিয়ে যাওয়া সত্ত্বেও জিততে পারিনি বাজে গোল খাওয়ায়। এই ম্যাচেও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোল খেলাম। এই ব্যাপারগুলোই পার্থক্য গড়ে দেয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১