বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৮

রওনক-নাদিয়ার ‘ভালোবাসা আজকাল’


আশা ও ভালোবাসা- এ নিয়ে শুরু হয় বিবাহিত জীবন। শুরু হয় নতুন জীবনের গল্প। এর মধ্যে কিছু হয় স্মৃতি, আবার কিছু হয় ইতি। স্মৃতি আর ইতির সঙ্গে জড়িয়ে থাকে কিছু পাওয়া না পাওয়ার গল্প। যার অল্পবিস্তর হয় কখনো মনের, আবার কখনো চিরদিনের। কারো কাছে ক্ষণিকের, আবার কারো কাছে হয় আবেগের। মনের ক্যানভাসের বিচ্ছিন্ন চিত্রপটগুলো কখনো হয় মেঘ, আবার কখনো বা ঝড়ো বেগ। তিলিক দণ্ডের ব্যবধানে কারো জীবনটা রূপ নেয় তাণ্ডবে, আবার কারো পরিণত হয় ফুল সাজানো বাসরে।

এমনি ভাব ও ভাবনার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভালোবাসা আজকাল’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুষার খান। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির। এতে অভিনয় করেছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, তানভীর কিবরিয়া, খায়রুল আলম টিপু, তানহা সরকারসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১