বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৮

নাশকতার মামলা

বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৪ জনকে কারাগারে নেওয়া হয় ছবি : সংগৃহীত


রাজধানীর রমনা থানার ‍পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার  ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিএনপির ১৪ নেতাকর্মীকে চার দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন রমনা থানার পৃথক দুই তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরো জানান, কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও আমিনুর রহমান ওরফে নয়ন, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, কে এম জোবায়ের এজাজ ও লতিফ উল্লাহ জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও শেখ মোহাম্মদ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাইফুল ইসলাম ওরফে পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলাম।

এর আগে ৩০ এপ্রিল বিএনপির নেতাদের রিমান্ডে পাঠান আদালত। শনিবার রিমান্ড শেষ হলে তাদের আদালতে হাজির করা হয়। ২৯ এপ্রিল বিকেলে হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপির নেতাকর্মীদের  আটক করে পুলিশ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১