বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৮

ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীকে অবরুদ্ধ করেছে ইউএই

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দঘর সংরক্ষিত ছবি


ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দঘরসহ ১০ মন্ত্রীকে অবরুদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত(ইউএই)। এছাড়া দেশটির প্রত্যন্ত অঞ্চলের সোকোত্রা দ্বীপের সমুদ্রবন্দর ও বিমানবন্দর দখলে নিয়েছে আমিরাতের সেনাবাহিনী। খবর আল জাজিরার।

ইয়েমেনের এক কর্মকর্তা জানান, ইয়েমেনের সরকার উপস্থিত থাকা সত্ত্বেও সোকোত্রায় আমিরাত যা করছে, তা হলো একটি আগ্রাসী পদক্ষেপ। ঘটনাটি তদন্ত করতে সোকোত্রায় তদন্তকারী পাঠানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।

ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ঠাঁই পাওয়া সোকোত্রা দ্বীপে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করে। এখানে ৩ হাজার মিটার লম্বা একটি রানওয়ে আছে, যা যুদ্ধ বিমান ও বড় আকারের সামরিক বিমান আসা-যাওয়ার উপযোগী।

আমিরাত সম্প্রতি দ্বীপটি ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে এবং সেখান সামরিক অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দ্বীপটিতে অবস্থিত সরকারি ভবনগুলোতে আমিরাতের পতাকা ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি দেখা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১