আপডেট : ০৫ May ২০১৮
চকচকে কালো রঙের সুজুকি মোটরসাইকেলটা নিয়ে সৌদির রাস্তায় যেন উড়ে বেড়াচ্ছেন জর্ডানের বংশোদ্ভূত সৌদি নাগরিক লিন তিনাউয়ি। মোটরসাইটকেল চালাতে চালাতেই বলছেন, আহ, এটাই স্বাধীনতা! তার মতো আরো কয়েকজন নারী এই স্বাধীনতার স্বাদ পেতেই যেন মোটরসাইকেল চালানো শিখতে এসেছেন। সৌদি আরবে এই জুনে কার্যকর হতে যাচ্ছে নারীদের যানবাহন চালানো বিষয়ক আইনটি। এর মধ্য দিয়ে দেশটির নারীরা গাড়ি, মোটরসাইকেল এমনকি ট্রাকও চালাতে পারবেন। আর গাড়ি চালনা সংক্রান্ত আইন নারী-পুরুষ উভয়ের জন্যই সমান থাকবে। নারী চালকদের গাড়ির জন্য আলাদা করে বিশেষ নম্বর প্লেটও থাকবে না। তবে কোনো নারী চালক দুর্ঘটনায় জড়িত থাকলে বা ট্রাফিক আইন অমান্য করলে তাদের বিচার হবে একটি বিশেষ আদালতে, যা পরিচালিত হবে শুধু নারীদের দ্বারাই। আইন কার্যকরের সঙ্গে সঙ্গেই যেন নারীরা এই স্বাধীনতা উদযাপন করতে পারেন সেজন্য রিয়াদে এরই মধ্যে বেশকিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ হলুদ কোট পরে রাতে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন নারীরা। তবে সমস্যা হলো, সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে শুধু বিত্তবানদের একটা অংশ প্রশিক্ষণ নিতে পারছে সেখানে। আর এ বিষয়টিকে মাথায় রেখেই নামমাত্র মূল্যে নারীদের মোটরসাইকেল চালানো শেখাচ্ছেন এলেনা বুকারিয়েভা ও তার স্বামী ওয়ালে বিন হুরাইব। এলেনা বলেন, আমি যেদিন গাড়ি চালানো লাইসেন্স হাতে পাব সেদিনটা খুব আয়োজন করে উদযাপন করব। আমি সেই দিনের স্বপ্ন দেখি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১