বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৮

অস্কার একাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার


অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (অস্কার) থেকে বহিষ্কার করা হয়েছে বিল কসবি ও রোমান পোলানস্কিকে। অভিযোগ, যৌন হয়রানি ও ধর্ষণ। টিভি অভিনেতা কসবি যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হন গত মাসে। ১৯৭৭ সালে সামান্থা গাইমার নামে এক কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অস্কার জয়ী পরিচালক পোলানস্কি।

বোর্ড সদস্যদের ভোটের দুই দিন পর অ্যাকাডেমি এ ঘোষণা দিয়েছে। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনের আচরণবিধি অনুযায়ী, অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে অস্কার অ্যাকাডেমির এ সিদ্ধান্তের ব্যাপারে এখনো মুখ খোলেননি কসবি ও পোলানস্কি।

এ ঘটনার পর পর সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকে প্রশ্ন তুলছেন, পোলানস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন অ্যাকাডেমির এত সময় লাগল? গণমাধ্যম সূত্রে জানা গেছে, পোলানস্কির ফরাসি ও পলিশ দুই নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে যৌন মিলন করেছিলেন তিনি, যা আইনের চোখে ধর্ষণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১