আপডেট : ০৪ May ২০১৮
যৌন ও আর্থিক কেলেঙ্কারির মধ্যে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করেছে সুইডিশ একাডেমি। শুক্রবার সকালে সুইডিশ একাডেমির পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির ১০ সদস্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হচ্ছে, জনমনে আস্থার ঘাটতি থেকেই তারা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারটি স্থগিত ছিল। দীর্ঘ সাত দশকের বেশি সময় পর আবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বনন্দিত এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কেলেঙ্কারি এখন বিশ্বে ছড়িয়েছে। ২০১৭ সালের নভেম্বরে ১৮ জন নারী একজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। অভিযুক্ত ব্যাক্তি ছিলেন অ্যারানাল্ট। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এসব যৌন নিপীড়ন চালান। এই অভিযোগ প্রকাশের পর একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা ডানিয়াস বলেন, অ্যারানাল্টের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একাডেমির স্টাফ ও সদস্যদের আত্মীয়রাও অ্যারানাল্টের যৌন আক্রোশের শিকার হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১