বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৮

আবহাওয়ার কারণে আবারো পেছাচ্ছে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ ছবি: ইন্টারনেট


চলতি বছরেই ষষ্ঠবারের মতো পেছানো হয়েছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১। শেষ তারিখ হিসেবে চলতি মাসের ৪ তারিখ উৎক্ষেপণের দিন নির্ধারণ করা হলেও গত ২৫ এপ্রিল এক সংবাদ সম্মেলনে তা পিছিয়ে ৭ তারিখ করা হয় বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তবে মন্ত্রীর দেওয়া সম্ভাব্য এই তারিখেও উৎক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু-১। আর এই তারিখ পেছানোর জন্য আবহাওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ৭ মে উৎক্ষেপণের দিন মাথায় রেখে ২ মে ছোট একটা পরীক্ষা চালানোর কথা থাকলেও সেটি সম্পন্ন হয়নি। আর তাই পরীক্ষার জন্য ৪ মে অর্থাৎ শুক্রবার দিনক্ষণ ঠিক করেছে স্পেসএক্স। আর এই পরীক্ষার পর ৩ থেকে ৪ দিন পর পাওয়া যাবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত। আর সেই হিসেবেই ৭ তারিখে মহাকাশে উৎক্ষেপণ হচ্ছে না  বঙ্গবন্ধু ১।

নতুন করে পেছানোর বিষয়টি নিয়ে মোস্তাফা জব্বার বলেন, ৭ তারিখেই উৎক্ষেপণ হবে, এমন চূড়ান্ত কথা আমরা কখনো বলিনি। কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়। এটি প্রথমে পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। পরবর্তী সময়ে চূড়ান্ত দিন নির্ধারিত হবে। আগামী ৭ মে এটা উৎক্ষেপণের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে আবহাওয়াগত কারণে সেদিনও উৎক্ষেপণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এই তারিখ পেছানো নিয়ে আমাদের কোনো হাত নেই। সবাই এটি উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। একটা স্যাটেলাইট উৎক্ষেপণের আয়োজন অনেক বড়। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তারা এটা উৎক্ষেপণ করে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ডিসেম্বরে এরপর চলতি বছরের ফেব্রুয়ারি, ৫ এপ্রিল, ২৪ এপ্রিল, ৪ মে এবং ৭ মে উৎক্ষেপণের তারিখ ঠিক করা হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটি এবং আবহাওয়াগত কারণ দেখিয়েই বারবার এই সময় পেছানো হচ্ছে। স্যাটেলাইটটি এখন ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্সের লঞ্চ প্যাডে রয়েছে।

জানা যায়, স্যাটেলাইট নিয়ন্ত্রণের জন্য গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙামাটির বেতবুনিয়ায় ইতোমধ্যে দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে। কু-ব্যান্ড বাংলাদেশ ও এর বঙ্গোপসাগর অঞ্চল, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন কভার করবে। অপরদিকে সি-ব্যান্ড বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের একাংশ কভার করবে।

বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে ডাইবেক্ট-টু- হোম (ডিটিএইচ), ভিডিও সার্ভিস, ই-লার্নিং, টেলিমেডিসিন, পরিবার পরিকল্পনা, কৃষিবিষয়ক কাজ ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

অপরদিকে সেলুলার বেকহোলে ভয়েস সার্ভিস ও দুর্যোগ থেকে রক্ষা ইত্যাদি এবং ইন্টারনেটের জন্য ডাটা সার্ভিস, এসসিএডিএ, এসওএইচও-এর পাশাপাশি বিজনেস-টু বিজনেস (ভিএসএটি) ইত্যাদি সুবিধাও পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১