বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৮

ঢাকাকে চার রানে হারাল রাজশাহী


বাংলাদেশের সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে চলমান মাস্টার্স ক্রিকেট কার্নিভালে (এমসিসি) গতকাল বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন দলটি ৪ রানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা মাস্টার্সকে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী। তবে ওয়াসেল উদ্দিন আহমেদ ও খালেদ মাসুদ পাইলট উভয়ের ২৮ করে রানের পর আনিসুর রহমানের ২৫ রানের সুবাদে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে দলটি। সজল চৌধুরী ২৩ রানে ৩ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১১০ রান করতে সক্ষম হয় ঢাকা। দলের পক্ষে সজল চৌধুরী সর্বোচ্চ ২৩ রান করেন। এ ছাড়া রাশিদুল হক সুমন ২০ ও ফয়সাল হোসেন ডিকেন্স করেন ১৫ রান। রাজশাহীর পক্ষে মুশফিকুর রহমান ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

ম্যাচসেরা হয়েছেন রাজশাহীর ওয়াসেল উদ্দিন আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১