আপডেট : ০৩ May ২০১৮
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সেঞ্চুরি যেন সোনার হরিণ। এতদিন ধরে সেই সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না কেউ। সেই জট খুললেন রোমানা আহমেদ। দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট নারী দলের বিপক্ষে সেঞ্চুরি করেন বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক। এরপর একই কীর্তি গড়েন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান ফারজানা হক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ নারী দল। যাওয়ার আগে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের কাছ থেকে ব্যাট উপহার পান রোমানা। সেই ব্যাটটি বদলে দিয়েছে তার ভাগ্য। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেখা পেলেন সেঞ্চুরির। যদিও প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই কীর্তি স্থান পাবে না রেকর্ড বুকে। এটা নিয়ে আক্ষেপ করতেই পারেন দুজন। কিন্তু ইতিবাচক দিক হলো বিশ্বের অন্য দেশের নারী ক্রিকেটারদের মতো বাংলাদেশের নারী ক্রিকেটাররাও সেঞ্চুরি করতে পারেন। গতকাল দলীয় ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই অবস্থায় ব্যাটিং শুরু করেন ফারজানা হক ও রোমানা আহমেদ। পুরো ইনিংসটাকে টেনে নিয়ে যান দুজনেই। রেকর্ড ২৬৬ রানের লম্বা জুটি গড়েন তারা। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন দুজনই। নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটে ২৭০ রান করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নামলেও আগে সেঞ্চুরি পূরণ করেন রোমানা। ১৩০ বলে শতকের দেখা পান বাংলাদেশ দলের অধিনায়ক। শেষ পর্যন্ত ১৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৪ বলে ২০টি বাউন্ডারিতে এই রান করেন রোমানা আহমেদ। রোমানার তুলনায় কিছুটা দেখেশুনে খেলেন ফারজানা। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৪৪ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ফারজানা। এতে বাউন্ডারি ছিল ১০টি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১