আপডেট : ০৩ May ২০১৮
চলতি মৌসুমে নিজেকে অনেক ওপরে নিয়ে গেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এবার বাঁ পায়ের জাদুতে এমন পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে ফুটবলের সবগুলো অ্যাওয়ার্ড এই মিসরীয়র দখলে গেলে অবাক হওয়ার কিছুই নেই। প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কদিন আগে। আর এবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন লিভারপুলের হয়ে আলো ছড়ানো এই ফুটবলার। যদিও ব্যাপারটি ছিল অনুমিতই। অসাধারণ নৈপুণ্যে স্বপ্নের মতোই বছরটি শেষ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। দুই বছরের ব্যবধানে অখ্যাত এক ফুটবলার থেকে বনে গেছেন তারকা। লিভারপুলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের শেষ চারে। এ সবই তাকে এনে দিয়েছে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরার খেতাব। ২৮ বছর পর রাশিয়া বিশ্বকাপে মিসরকে টিকেট পাইয়ে দেওয়া মোহাম্মদ সালাহ এবারো পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে ও টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেনকে। গত গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। দলটির জার্সি গায়ে এ পর্যন্ত করেছেন মোট ৪৩ গোল। শুধু লিভারপুুলে নয়, নিজ দেশ মিসরের হয়ে সাফল্য পাচ্ছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১