বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৮

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সংরক্ষিত ছবি


আজ বৃহস্পতিবার ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কিপিং পাওয়ার ইন চেক : মিডিয়া, জাস্টিজ অ্যান্ড রোল অব ল’। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো দেশেও সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দিবসটি উদযাপন করবেন। এ উপলক্ষে সাংবাদিকদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিল মিলনায়তনে আজ সকাল ১০টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রবন্ধ উপস্থাপন করবেন সাংবাদিক সোহরাব হোসেন। দেশের তরুণ ও যুব সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বিগত বছরগুলোর মতো এবারো ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ পালন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথগ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১