আপডেট : ০৩ May ২০১৮
সম্প্রতি নির্মিত হয়েছে প্রেমের নাটক ‘তুমি রবে’। নাটকটি রচনা করেছেন নাহিদ জামান। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এম আই মনির। নাটকে জুটিবদ্ধ হয়েছেন তৌসিফ ও তানজিন তিশা। গল্পে দেখা যাবে, তৌসিফ একজন ফটোগ্রাফার। তানজিন তিশার সঙ্গে তার রঙ নম্বরে প্রেম হয়। ঘটতে থাকে অনেক মজার কাহিনী। শেষ পর্যন্ত নাটকে দর্শক একটি পরিপূর্ণ প্রেমের সফলতা দেখতে পাবেন। তানজিন তিশা বলেন, ‘গল্প ও চরিত্র আমার ভালো লেগেছে। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ থাকে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা এম আই মনির বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। তৌসিফ ও তানজিন তিশাসহ সবাই ভালো অভিনয় করেছেন। দর্শকদের কাজটি পছন্দ হবে বলে আমার বিশ্বাস।’ ধলেশ্বরী নির্মাণ কুটিরের প্রযোজনায় নাটকে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, পাভেল ইসলাম, শিখা মৌ, তাজিয়া, শিশুশিল্পী শ্রেয়সহ অনেকে। খুব শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১