আপডেট : ০৩ May ২০১৮
অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। টালিউডের চেনা মুখ। বড়পর্দায়ও পা ফেলেছেন। এবার মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবিতেও অভিনয় করতে চলেছেন। দেবের পরবর্তী ছবি ‘হইচই আনলিমিটেড’-এর টিমে যোগ দিলেন সায়ন্তনী। তবে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিতে নিজের চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ। সায়ন্তনীর কথায়, ‘আমার চরিত্র একজন ড্যান্সারের। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এই চরিত্রের একটা লিঙ্ক রয়েছে। সেটা এখন বলব না। তার জন্য ছবিটা দেখতে হবে সবাইকে।’ এ ছবিতে দেবের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন সায়ন্তনী। এই প্রথম দেবের সঙ্গে তিনি কাজ করছেন। পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করা, সব নিয়েই বেশ উত্তেজিত এই অভিনেত্রী। তার কথায়, ‘অনেক কিছু এই ছবিতে প্রথমবার হচ্ছে। ফলে অনিকেত দা বলার পর আমি একবারেই হ্যাঁ বলে দিলাম।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১