বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৮

ডাস্টবিনে জীবন্ত নবজাতক

ডাস্টবিন থেকে উদ্ধার করা জীবন্ত নবজাতক সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক জীবন্ত নবজাতক ছেলেকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সকালে মো. বাবু নামে এক অ্যাম্বুলেন্সচালক তাকে উদ্ধার করেন। গত সোমবার ফেনীতে এক জীবিত নবজাতক উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই নবজাতক উদ্ধার হলো।

অ্যাম্বুলেন্সচালক মো. বাবু বাংলাদেশের খবরকে বলেন, ‘আমি অ্যাম্বুলেন্স রাখার জন্য হাসপাতালের উত্তর দিকে গিয়েছিলাম। ডাস্টবিনের ভেতর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পাই। তখন আমি ওকে ডাস্টবিন থেকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে ওর চিকিৎসা চলছে।’

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতকটিকে একনজর দেখতে সদর হাসপাতালে ভিড় জমায়। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য বেশ কিছু পরিবার এগিয়ে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বলেন, বাচ্চাটি বর্তমানে শঙ্কামুক্ত ও হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দত্তক নেওয়ার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। আমরা বিষয়টি পরে বিবেচনা করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১