আপডেট : ০২ May ২০১৮
ঝিনাইদহের লাউদিয়ায় প্রবল বৃষ্টিতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ছয়জন। ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাক- অটো মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও ছয় যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবাই অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে। নিহতদের একজনের নাম আসলাম (৩৫)। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ তাৎক্ষনিকভাবে অন্য হতাহতদের নাম পরিচয় বলতে পারেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১