বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৮

রাউটার বিক্রি বন্ধ করছে অ্যাপল

রাউটার বিক্রি বন্ধ ঘোষণা করেছে অ্যাপল ছবি: ইন্টারনেট


এয়ারপোর্ট সিরিজের রাউটার উৎপাদনের পাশাপাশি বিক্রিও বন্ধ ঘোষণা করেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সিরিজটির এয়ারপোর্ট, এয়ারপোর্ট এক্সট্রিম এবং টাইম ক্যাপসুল মডেলের রাউটার উৎপাদন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় অ্যাপল।

দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, নতুন পণ্য উৎপাদন বন্ধ হয়ে গেলেও ইতোমধ্যেই বাজারজাতকরণের উদ্দেশ্যে উৎপাদিত রাউটারগুলো বিক্রি চালিয়ে যাবে। একই সঙ্গে বাজারে বিক্রি হওয়া রাউটারগুলোর ত্রুটি সারানো কিংবা নিরাপত্তা প্যাচ সরবরাহের মতো বিক্রয়পরবর্তী সেবা দেওয়া হবে। যদিও বিগত কয়েক বছর ধরেই অ্যাপলের রাউটার ব্যবসা বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি ২০১৩ সালের পর রাউটারের কোনো আপডেট আনেনি অ্যাপল। তবে ভবিষ্যতে যদি রাউটার নিয়ে ভালো কিছু করতে পারে, তাহলে আবার পুরনো পথে হাঁটা শুরু করবে অ্যাপল।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১