আপডেট : ৩০ April ২০১৮
রাজধানীর রামপুরায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওয়াপদা রোডের বিপরীতে ২/১ নম্বরস্থ এমএল টাওয়ারের আশিয়ানা গার্মেন্টের চতুর্থ তলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ধোঁয়া উপরের দিকে উঠতে থাকলে শ্রমিকরা নিচে নেমে যান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘ফেব্রিক্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপকরা বিকাল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।’ গার্মেন্টটির শ্রমিক ফারজানা আক্তার জানান, এমএল ভবনটি ১২ তলা। এর ষষ্ঠ তলায় আশিয়ানা গার্মেন্ট। ভবনের দ্বিতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংকের অফিস ও পাশেই বেটার লাইফ হাসপাতাল। তিনি বলেন, ‘ভবনের নিচ থেকে ধোঁয়া আসতে থাকে। সিকিউরিটিকে জানানোর পরও তারা কোনো কেয়ার করেনি। পরে ফায়ার সার্ভিস আসার পর তারা বুঝতে পারে যে, আগুন ধরেছে।’ ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, ‘আমরা এখানে আসার পর প্রচণ্ড ধোঁয়া দেখেছি। অগ্নিকাণ্ডে ভবনের পাঁচ থেকে সাত তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ উপরের ফ্লোরগুলোতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে ডিউটি অফিসার জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোট ১৩টি ইউনিট গিয়ে বিকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। তবে মালিকপক্ষ দাবি করেছেন, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১