বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৮

স্বজনদের আশা

শেখ হাসিনা ফিরলে খালেদার চিকিৎসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা হবে বলে আশা করছেন তার স্বজনরা। গতকাল রোববার বাংলাদেশের খবরকে এ কথা জানান খালেদার এক আত্মীয়। অস্ট্রেলিয়া সফর শেষে রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

খালেদা জিয়ার এক স্বজন বলেন, ‘কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না। অবিলম্বে তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া প্রয়োজন।’ প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার চিকিৎসার পরামর্শ সংক্রান্ত ফাইলের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গতকাল এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদার চিকিৎসার পরামর্শ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কাছে যায়নি। এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশের খবরকে বলেন, ‘ফাইল কেন গেছে তা সরকারই ভালো বলতে পারবে। আমরা বিষয়টি জানতে পেরে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়েছি।’

এর আগে গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তার সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতি ঘটছে।’ ওইদিন বিকালে তিনি, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান পুরনো কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা জানান, খালেদার শারীরিক অবস্থা ভালো নয়, দ্রুত চিকিৎসা প্রয়োজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১