আপডেট : ৩০ April ২০১৮
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস আর কোনো তহবিল জোগান না দিলে সেপ্টেম্বরে ফেডারেল সরকারে অচলাবস্থা তৈরির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ওয়াশিংটনে এক সমাবেশে এই হুমকি দেন তিনি। অভিবাসন আইনে পরিবর্তন আনার জন্য গত মার্চেও একই রকমের একটি হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রায়ই কংগ্রেস তা পাস করতে ব্যর্থ হয়। সে কারণে গত বছরের অর্থ বরাদ্দ চালু রাখতে ফেডারেল এজেন্সিগুলোকে অস্থায়ীভাবে তহবিল জোগান দিতে হচ্ছে। ড্রিমার অভিবাসীদের সুরক্ষার ইস্যুটিকে সামনে এনে এ বছরের জানুয়ারিতে বাজেট আটকে দেয় ডেমোক্র্যাট সিনেটররা। বন্ধ হয়ে যায় মার্কিন সরকারের বিভিন্ন দফতর। তিন দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বা অচলাবস্থা চলার পর ডেমোক্র্যাটরা তিন সপ্তাহের জন্য একটি ব্যয় বিল পাসের ব্যাপারে সম্মত হয়। গত মাসে ১.৩ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় বিলে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এ বিলটি সরকারের তহবিল জোগাবে। গত শনিবার ওয়াশিংটনে এক সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, সীমান্ত দেয়াল যাত্রা শুরু করেছে, আমাদের হাতে এর জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার আছে। ২৮ সেপ্টেম্বর আমরা আবারো তহবিল চাইব এবং আমরা যদি সীমান্ত নিরাপত্তা বাবদ তহবিল না পাই তবে আর উপায় থাকবে না। আমরা দেশ অচল করে দেব, কারণ আমাদের সীমান্তে নিরাপত্তা প্রয়োজন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সরকারে আবারো শাটডাউন বা অচলাবস্থা তৈরির ক্ষেত্রে ট্রাম্প নিজ দলের সদস্য রিপাবলিকানদেরই সমর্থন পাবেন না বলে মনে করা হচ্ছে। কারণ তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। গত মার্চে অভিবাসন আইন পরিবর্তন নিয়ে একই রকমের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার দাবি ছিল, পরিবর্তিত ওই অভিবাসন আইনের মধ্য দিয়ে অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানো যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১