বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৮

ঝড় তুললেন শিল্পা


সাগর সৈকতে বিকিনি পরা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সাদার মাঝে হালকা নীল ডোরাকাটা ডিজাইনের বিকিনি পরেই ক্ষান্ত হননি তিনি, শাহরুখ খানের সিগনেচার স্টাইলে পোজও দিয়েছেন। শিল্পার ছিপছিপে শরীরের ওই বিকিনি পরা ছবি তার অসংখ্য তরুণ ভক্তের রাতের ঘুম হারাম করেছে।

বিকিনি পরে আলোচনায় এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন শিল্পা। নতুন ছবিতে কাজ করছেন না কেন? এই প্রশ্নের উত্তরে শিল্পা বলেছেন, ‘আমি নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী। এরপর বিরতিতে রয়েছি আমি। ইন্ডাস্ট্রিতে আমার একটা জায়গা আছে। আমার প্রতি আমার ভক্তদের একটা লেভেলে বিশ্বাস রয়েছে। আমি সেই বিশ্বাস নষ্ট করতে পারি না। তাই আমার ফিরে আসার জন্য এমন একটি ছবি দরকার, এমন একটি চরিত্র দরকার, যে চরিত্রে আমাকে এর আগে দেখা যায়নি। সেরকম একটি স্ক্রিপ্টের অপেক্ষায় আছি। পেলেই হাজির হব।’

এ ছাড়াও তিনি এ মুহূর্তে টিভিতে কাজ করাকে উপভোগ করছেন বলে জানান। এ বিষয়ে তিনি বলেন, ‘ছোট শিডিউলে কাজ হয় এখানে। ব্যক্তিজীবনটা উপভোগের সুযোগ আছে এখানে। ফিল্মে লম্বা সিডিউলের মধ্যে মাঝে মাঝে জীবনটাই হারিয়ে যায়। তবুও ফিল্মই আলটিমেট জায়গা।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১