আপডেট : ৩০ April ২০১৮
সাত দিনব্যাপী গৌড়ীয় নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ঢাকা মহানগর সংসদের নৃত্য বিভাগের উদ্যোগে এ কর্মশালা শুরু হবে ৭ মে। চলবে ১৩ মে পর্যন্ত।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের খ্যাতিসম্পন্ন নৃত্য গবেষক ও শিক্ষক মহুয়া মুখার্জি। গৌড়ীয় নৃত্য বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী মহুয়া মুখার্জি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গৌড়ীয় নৃত্যের প্রশিক্ষক।
নৃত্য শিল্প বিষয়ে বিস্তর জানা এবং এর চর্চা বাড়ানোই এবারের কর্মশালার মূল উদ্দেশ্য বলে এক বিজ্ঞপ্তিতে জানায় উদীচী। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশ নেওয়াদের নিয়ে একটি প্রযোজনা তৈরি করা হবে, যা পরে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পরিবেশন করা হবে।
নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার নিবন্ধন ফি এক হাজার টাকা। তোপখানাস্থ উদীচীর কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে আবেদনপত্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১