আপডেট : ৩০ April ২০১৮
এবার ‘প্রতিবেশিনী’ হয়ে পর্দায় আসছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শ্রাবণী ফেরদৌসের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ নাটকে দেখা যাবে তাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্প ‘প্রতিবেশিনী’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে নাটকটি। নাটকটিতে প্রভার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর শ্যামবাজারে চিত্রায়িত হয়েছে নাটকটি। চিত্রায়ণ শেষে সম্পাদনার টেবিলে এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে একুশে টিভির পর্দায় দেখা যাবে নাটকটি। শ্রাবণী ফেরদৌস বলেন, ‘রবীন্দ্রনাথের গল্প নিয়ে সবার আলাদা একটা আগ্রহ রয়েছে। চেষ্টা করেছি নির্মাণে গল্পের নান্দনিকতা বজায় রাখতে। প্রভা, ইরফান দুজনই খুব ভালো করেছে। নাটকটি নির্মাণ করতে গিয়ে কিছু সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয়েছে। কারণ গল্পটা অনেক আগের। তাই তখনকার মতো কস্টিউম বা সেট পাওয়া দুষ্কর। তারপরও ভালো কিছু করার চেষ্টা করেছি।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন রামিজ রাজু, টুনটুনি চৌধুরী ও শপথ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১