আপডেট : ২৯ April ২০১৮
উত্তর কোরীয় নেতা কিম জং-উন পিয়ংইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যে বন্ধ করা হয়েছে সেটা প্রমাণে মে মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর প্রকাশ করেছে এএফপি। সিউলের প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান বলেন, ‘কিম বলেছেন যে, তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।’ ওই মুখপাত্র আরো জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১