আপডেট : ২৯ April ২০১৮
আজ বুদ্ধপূর্ণিমা। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও পরিনির্বাণ লাভের দিন। বৌদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এ দিনে আবির্ভাব ঘটে মহামতি গৌতম বুদ্ধের। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) দিনে ঘটেছিল বলে এর অপর নাম ‘বৌদ্ধ পূর্ণিমা’। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি তাদের প্রধান ধর্মীয় উৎসবও। বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি এ দেশেও সাড়ম্বরে উদযাপন করা হবে দিনটি। উৎসবমুখর এবং ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বুদ্ধপূজা, মহাসংঘদান এবং সন্ধ্যা ৬টায় আলোচনা সভা। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকিরা, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি থাকবেন। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরাও উপস্থিত থাকার কথা রয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার (২৯ এপ্রিল) সরকারি ছুটির দিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১