আপডেট : ২৯ April ২০১৮
আগামী মাসেই থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এএফসি ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ। গতকাল আসন্ন এ আসরের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ১৫ দলের এ টুর্নামেন্টে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা রয়েছে ‘বি’ গ্রুপে। কঠিন গ্রুপেই পড়েছে লাল-সবুজরা। কারণ প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো ফুটসাল ফুটবলের সঙ্গে আগে থেকেই পরিচিত। উদ্বোধনী দিনেই আঁখি-মার্জিয়ারা মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়ার। পরের দিন ভিয়েতনাম এবং ৬মে গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ ব্যাংককের এরিনা স্টেডিয়ামে খেললেও শেষ ম্যাচটি হুয়া ম্যাক ইনডোর স্টেডিয়ামে খেলবে ছোটনের শিষ্যরা। ফুটবলের নতুন সংস্কারে খেলতে নামলেও আসন্ন এ আসর নিয়ে আশাবাদী কোচ ছোটন, ‘ফুটসালের সঙ্গে আমরা অভ্যস্ত নই। প্রতিপক্ষ দলগুলো এ ফরম্যাটে আমাদের চেয়ে এগিয়ে। তারপরও আমরা আশা করছি ভালো কিছু করেই দেশে ফিরব।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১